Logo

বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া নিয়ে দুঃসংবাদ

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬
5Shares
বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া নিয়ে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই পাকিস্তানের তারকা ক্রিকেটাররা নিয়মিত খেলছেন। শহিদ আফ্রিদি–শোয়েব মালিকের যুগ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের সাইম আয়ুব, আবরার আহমেদদেরও নিয়মিত দেখা গেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে। এবারো নিলাম থেকে বেশ কয়েকজন আলোচিত পাকিস্তানি তারকাকে দলে ভিড়িয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

বিজ্ঞাপন

তবে তাদের পুরো মৌসুম পাওয়া নিয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, জাতীয় দলের ঠাসা সূচির কারণে বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটার বিপিএলের পুরো আসরে থাকতে পারবেন না। ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিকল্প ক্রিকেটার খুঁজতে শুরু করেছে বলেও জানা গেছে।

চলতি বছর বিপিএল মাঠে গড়ানোর কথা ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। ঠিক এই সময়েই পাকিস্তানের রয়েছে টানা দুইটি টি–টোয়েন্টি সিরিজ। এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, আমরা নিশ্চিত যে পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটার পুরো মৌসুমে থাকবেন না। জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কা সিরিজ এবং শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাদের জাতীয় দলে যোগ দিতে হবে।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, পাকিস্তান দল আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে ডাম্বুলায়। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সিরিজের পাশাপাশি সেখানে একটি প্রস্তুতি ক্যাম্পও থাকবে। এরপর জানুয়ারির শেষ সপ্তাহেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করবে পাকিস্তান।

এরপর ফেব্রুয়ারিতেই শুরু টি–টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এবারের আসর। অর্থাৎ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দল পুরো জানুয়ারি ও ফেব্রুয়ারি থাকবে ব্যস্ত প্রস্তুতি ও আন্তর্জাতিক ম্যাচে।

এদিকে এবার বিপিএলের বিভিন্ন দল চুক্তিবদ্ধ করেছে সাইম আয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহসহ আরও অনেক পাকিস্তানি ক্রিকেটারকে। কিন্তু জাতীয় দায়িত্বের কারণে তাদের বড় অংশেরই পুরো মৌসুম খেলা এখন অনিশ্চিত।

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, আমরা এনওসি দিচ্ছি না—এ ধারণা ঠিক নয়। যারা আবেদন করেছে, তাদের প্রক্রিয়া চলছে। তবে জাতীয় দলের দায়িত্বই প্রথম অগ্রাধিকার। বিশ্বজুড়েই এই নীতি অনুসরণ করা হয়।

ফ্র্যাঞ্চাইজিগুলোর আশা, শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বা দুই সিরিজের বিরতিতে কিছু ক্রিকেটারকে পাওয়া যেতে পারে। যারা টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারাও তুলনামূলক বেশি ম্যাচ খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD