Logo

বিশ্বকাপের আগে বিপিএল আয়োজন নিয়ে সালাউদ্দিনের ভাষ্য

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫৩
13Shares
বিশ্বকাপের আগে বিপিএল আয়োজন নিয়ে সালাউদ্দিনের ভাষ্য
ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটারদের এখন তেমন ব্যস্ততা নেই। তবে প্রধান কোচ ফিল সিমন্সের তত্বাবধায়নে শনিবার (০৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ব্যাটারদের বিশেষ ক্যাম্প। যে ক্যাম্পে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। দিনের অনুশীলন শেষে সালাউদ্দিন মুখোমুখি হন গণমাধ্যমের।

বিজ্ঞাপন

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সালাউদ্দিন বলছিলেন, ‘সব দিকেই নজর রাখা হবে। কারণ তারা তাদের মেন্টাল সেটটা কেমন আছে, তাদের ফিজিক্যাল সেটটা কেমন আছে, তারা টেকনিক্যালি কেমন করছে, সবকিছুই তাদের নজর রাখতে হবে। কারণ দেখা গেল যে এখানে ন্যাশনাল টিমে একটা ট্রেনার যেভাবে ট্রেনিং করাচ্ছে হয়তো বিপিএল এসে সে ট্রেনিং সে পাচ্ছে না। বা ফিটনেস ডাউন হলে তো পরবর্তীতে তো আমাদেরই আবার এটা রিকভার করে আবার তাকে ফিট করে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো পুরো লক্ষ্য রাখা হবে। তারা যেন প্রতিটা সেক্টরেই ওয়ার্ল্ড কাপের জন্য রেডি থাকে। কারণ খুব বেশি সময় থাকবে না।’

পরে বিপিএলে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে সালাউদ্দিন বলেন, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আমাদের যেহেতু ট্রেনার আছে আমরা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখি। এর আগের বিপিএলের সময় আমাদের ট্রেনার ইনভলভ ছিল, সে সবসময় মনিটর করছে কিভাবে ওয়ার্কলোডটা হচ্ছে। ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর। স্পেশালি আমি আমাদের সাথে যেসব ছেলেরা আছে, তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন, ফুড হ্যাবিট বলেন; আগের থেকে নিজেরা অনেক আপগ্রেড। তাই আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে এবং তারা নিজেরাও জানে আসলে তাদের জিমে কী করতে হবে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে বিপিএল করা নিয়ে সিনিয়র সহকারী এই কোচ বলেন, ‘প্রতিযোগিতামূলক পরিবেশে একটা টুর্নামেন্ট খেলবে। ভালো বোলাররা আসবে, ব্যাটাররা তাদের ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবে। তো অবশ্যই এটা অনেক অনেক একটা ভালো। আমি বলবো ভালো প্র্যাকটিস হবে ওয়ার্ল্ড কাপের আগে। যেহেতু আপনি একটা একই ফর্মে খেলার পর বিশ্বকাপ খেলতে যাবেন। তারা যদি ভালোভাবে সেটা ইউজ করতে পারে, আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD