ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দাখিল

ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গুলশান থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। নারীর ওপর নির্যাতন ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তদন্ত কর্মকর্তা উপ–পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। তিনি জানান, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং সাক্ষীরা আদালতে ঘটনার প্রমাণ উপস্থাপন করবেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন চার্জশিট আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করা হবে।
বিজ্ঞাপন
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তোফায়েল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন। তিনি ফেসবুকের মাধ্যমে চলতি বছরের জানুয়ারিতে ওই নারীর সঙ্গে পরিচিত হন এবং বন্ধুত্বের পর প্রেমের প্রস্তাব দেন। যদিও সেই নারী তা মেনে নেননি, কিন্তু তোফায়েল বিয়ে করার আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যান।
অভিযোগে বলা হয়েছে, ৩১ জানুয়ারি গুলশানের একটি হোটেলে তোফায়েল ওই নারীকে ধর্ষণ করেন এবং পরবর্তীতে কয়েকবার একই কাজ করেন। বাদী ১ আগস্ট গুলশান থানায় ধর্ষণের মামলা করেন।
বিজ্ঞাপন
মামলার পর তোফায়েল ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন, তবে মেয়াদ শেষে তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি। বাদী অভিযোগ করেছেন, ‘তোফায়েল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। পরিবারকে জানালেও কোনো সমাধান হয়নি।’








