এক সিরিজে দুই সেঞ্চুরি, তবুও বেতন কমার ঝুঁকিতে কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন বিরাট কোহলি। দুটি সেঞ্চুরিতে তিনি যেন প্রোটিয়াদের বোলিং আক্রমণকে খেলনা বানিয়ে দেন।
বিজ্ঞাপন
অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাও পান স্বস্তির রান। ফর্মের দিক থেকে দু’জনই এখনো শীর্ষে—আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও রোহিত এক নম্বর, কোহলি দুই।
তবুও ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স তাদের বেতনে কোনো ইতিবাচক প্রভাব ফেলছে না; উল্টো কমে যাওয়ার আশঙ্কাই জোরালো।
বিজ্ঞাপন
২০২৪–২৫ মৌসুমে কোহলি ও রোহিত ছিলেন বিসিসিআই–এর এ+ ক্যাটাগরির চুক্তিতে, যেখানে তাদের সঙ্গে ছিলেন জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গত জুনে দু’জনই টি–টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানান। চলতি বছর টেস্ট ফরম্যাট থেকেও অবসর নিয়েছেন তারা।
এখন তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার মূলত ওয়ানডে ক্রিকেটেই সীমাবদ্ধ। গত মৌসুমে টেস্ট খেলায় তারা শীর্ষ ক্যাটাগরিতে ছিলেন। কিন্তু এক ফরম্যাটে সীমাবদ্ধ হওয়ায় আসন্ন মৌসুমে তাদের চুক্তি এ+ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নেমে আসতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
পিটিআই জানিয়েছে, বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকেই বোর্ড নির্ধারণ করবে কোহলি ও রোহিতের পরবর্তী চুক্তির গ্রেড কী হবে।
২০২৪–২৫ (১ অক্টোবর ২০২৪–৩০ সেপ্টেম্বর ২০২৫) মৌসুমের জন্য এখনো নতুন চুক্তি আনুষ্ঠানিক হয়নি। তবে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী বহু ফরম্যাটে অংশ নেওয়া খেলোয়াড়দেরই সাধারণত শীর্ষ ক্যাটাগরিতে রাখা হয়। তাই ওয়ানডেতে দাপট দেখালেও কোহলি–রোহিতের বেতন কমে যাওয়ার সম্ভাবনাই এখন বেশি।








