Logo

শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০
8Shares
শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে ১২ ঘণ্টার সফর শেষে কলকাতায় এসে পৌঁছেছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। কড়া নিরাপত্তায় এই তারকা ফুটবলারকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যান আয়োজকরা। হোটেলে প্রবেশ করতেই মেসির সঙ্গে দেখা হয়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের।

বিজ্ঞাপন

শাহরুখ খানকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র মেসি। সে সময় তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনা জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।

অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ছিলেন তার ছেলে আব্রাহাম খান, আয়োজক শতদ্রু দত্ত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় অবতরণ করেন লিওনেল মেসি। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনিতে বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে রাত ৩টা ২২ মিনিটে বের হন তিনি।

এদিকে, মেসি বিমানবন্দর থেকে বের হতেই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যায়। তাকে এক নজর দেখতে আগে থেকেই অসংখ্য ভক্ত কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হন। ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে উচ্ছ্বাসে মাতেন মেসি–ভক্তরা।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD