Logo

মেসি-রোনালদোকে নিয়ে প্রশ্ন, মদরিচের ভালো লাগে না

profile picture
ক্রীড়া ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২০:০৬
5Shares
মেসি-রোনালদোকে নিয়ে প্রশ্ন, মদরিচের ভালো লাগে না
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে থেকে খেলেছেন। লিওনেল মেসিরও প্রশংসা করেছেন অনেক বছর। লুকা মদরিচকে প্রথাগত প্রশ্ন শুনতে হলো- দুজনের মধ্যে সেরা কে? একজনকে বেছে নেওয়ার বেলায় নিরপেক্ষ থাকলেন ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক।

বিজ্ঞাপন

কোরিয়ার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক সতীর্থ রোনালদো ও মেসির মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। ৪০ বছর বয়সী মিডফিল্ডার দুজনের প্রশংসা করে জানান, এই ধরনের প্রশ্ন শুনতে তার ভালো লাগে না।

মদরিচ বলেন, ‘আমি এই প্রশ্ন পছন্দ করি না। তারা একটি যুগের শুরু করেছে। ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার সম্পৃক্ততা অনেক বেশি, কারণ তার সঙ্গে খেলেছিলাম। মাদ্রিদে সে আমার সতীর্থ ছিল। আমি আপনাদের নিশ্চিত করতে চাই, সে শুধু একজন দুর্দান্ত ফুটবলারই নয়, সে অসাধারণ মানুষ। লোকেরা জানে না, সবসময় অন্যকে সাহায্য করার জন্য তার বিশাল একটা হৃদয় আছে। ব্যক্তি হিসেবে আমি তাকে (মেসি) জানি না, কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে সেও অসাধারণ। একজন খেলোয়াড় হিসেবে চমৎকার।’

বিজ্ঞাপন

এদিকে মদরিচের আরেক রিয়াল সতীর্থ টনি ক্রুস ২০২৬ বিশ্বকাপের জন্য মেসির আর্জেন্টিনার চেয়ে রোনালদোর পর্তুগালকে ফেভারিট মত দিয়েছেন। রোমারিওর সঙ্গে আলাপচারিতায় জার্মান তারকা বিশ্বকাপের ফেভারিট হিসেবে পর্তুগাল ছাড়াও স্পেন, মরক্কো ও ফ্রান্সকে রাখার কথা জানান।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD