Logo

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ২০:১১
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিজ্ঞাপন

ফিফার সভাপতি তার শোকবার্তায় উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ নেতা। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী রাজনৈতিক উত্তরাধিকার রেখে গেছেন।

তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো শোকবার্তায় আরও জানান, আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফা গভীর সমবেদনা জ্ঞাপন করছে বাংলাদেশ সরকার, বাফুফে এবং দেশের জনগণের প্রতি।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক ও সামাজিকভাবে নতুন দিক নির্দেশনা পেয়েছে এবং নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD