বিরক্তির কারণে বিপিএল ছাড়ার কথা ভেবেছিলেন গুরবাজ

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে যেতে চেয়েছিলেন। বিসিবি’র ইন্ট্রেগ্রিটি ইউনিট সম্প্রতি তার রুমে হঠাৎ উপস্থিত হওয়ায় তিনি বিরক্ত বোধ করেন।
বিজ্ঞাপন
মাঠের সহকর্মী মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, গুরবাজ পুরো বিষয়টিকে খুব সিরিয়াসলি নিয়েছে, মানসিকভাবে কিছুটা ডিস্টার্বড। এটা দলের মধ্যে প্রভাব ফেলতে পারে। আমরা চেষ্টা করি তাকে মানসিক সমর্থন দিতে, কিন্তু নেগেটিভ থেকে পজিটিভে ফিরে আসা তার ব্যক্তিগত ব্যাপার।
গুরবাজ সত্যিই বিপিএল ছাড়ার কথা ভেবেছিলেন কিনা জানতে চাইলে মিঠুন বলেন, হ্যাঁ, এমন একটি আলোচনা হয়েছিল। তবে বোর্ডের গাইডলাইন অনুসারে পরিস্থিতি ম্যানেজ করা হয়েছে এবং পরে সব সমাধান হয়েছে।
বিজ্ঞাপন
মাঠে এই মানসিক চাপের প্রভাব আছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রফেশনাল প্লেয়ার হিসেবে মাঠে নিজেদের ঠিক রাখা গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে যা-ই হোক, সঠিক প্রক্রিয়া বজায় রাখা জরুরি।








