Logo

এবার বাবা-ছেলে একসঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১২:১৫
এবার বাবা-ছেলে একসঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন
বাবা মোহাম্মদ নবী ও ছেলে হাসান ইসাখিল। ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে একই দলের জার্সিতে মাঠে নেমে ইতোমধ্যে আলোচনায় বাবা–ছেলে জুটি মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল। গতকাল ইসাখিলের কার্যকর ব্যাটিংয়ে ভর করে জয় পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে চতুর্থ উইকেটে বাবার সঙ্গে মাত্র ৩০ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি।

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাবা–ছেলে হিসেবে প্রথমবার একসঙ্গে খেলেই ইতিহাস গড়েছেন নবী ও ইসাখিল। তবে এই অর্জনেই থামতে চান না তারা। দুজনেরই লক্ষ্য—একদিন আফগানিস্তান জাতীয় দলের জার্সিতে একসঙ্গে মাঠে নামা।

ম্যাচ শেষে ছেলের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ নবী বলেন, অনুভূতিটা দারুণ। অনেক দিন ধরেই এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। যেভাবে সে খেলেছে, তাতে আমি সত্যিই খুব খুশি।

বিজ্ঞাপন

নবী স্পষ্ট করে দেন, ছেলের এই পথচলায় কোনো বিশেষ ছাড় নেই। তিনি বলেন, গত দুই বছর ধরে সে কঠোর পরিশ্রম করছে। ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাট খেলেছে এবং নিয়মিত পারফর্ম করেছে। নেপাল প্রিমিয়ার লিগে খেলেছে, এবার বিপিএল। আশা করছি, খুব দ্রুতই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে।

অন্যদিকে, বাবার সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্নের কথা জানিয়ে ইসাখিল বলেন, এটা অবশ্যই আমার স্বপ্ন। বাবার সঙ্গে আফগানিস্তান জাতীয় দলে খেলতে চাই। সে লক্ষ্যেই আমি নিয়মিত পরিশ্রম করছি এবং ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

বিপিএলের মঞ্চে শুরু হওয়া এই বাবা–ছেলের পথচলা এখন চোখ রাখছে আন্তর্জাতিক অঙ্গনের দিকে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD