বৃষ্টিতে বলই করা হলো না রিশাদের, সবার আগে প্লে-অফে হোবার্ট

বিগ ব্যাশ লিগের চলতি আসরে টানা ভালো পারফরম্যান্স করে আসছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে টুর্নামেন্টের সব ম্যাচেই খেললেও নবম ম্যাচে এসে বোলিংয়ের সুযোগ পাননি তিনি—বৃষ্টির কারণে।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই এক পয়েন্ট করে পায়। এই এক পয়েন্টেই সবার আগে প্লে-অফ নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স।
অ্যাশেজ সিরিজ শেষ করে স্টিভ স্মিথ দলে ফিরলেও ম্যাচে খুব বেশি কিছু করার সুযোগ পাননি সিডনি সিক্সার্স। টসের পর ব্যাট করতে নেমে বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে নামেন স্মিথ। দুজনে মিলে ৫ ওভারে ৩২ রান যোগ করেন। স্মিথ ১৬ বলে ১৯ রানে এবং বাবর ১৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। এরপরই বৃষ্টি হানা দেয় মাঠে।
বিজ্ঞাপন
দীর্ঘ প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি ‘নো রেজাল্ট’ ঘোষণা করা হয়।
চলতি বিগ ব্যাশে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করে টুর্নামেন্টের সবচেয়ে সফল স্পিনার রিশাদ হোসেন। দলের হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স হোবার্টের প্লে-অফ নিশ্চিত করায় বড় ভূমিকা রেখেছে।
পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট নিয়ে হোবার্ট হারিকেন্সের সংগ্রহ দাঁড়াল ১৩। একটি ম্যাচ বাকি রেখেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।
বিজ্ঞাপন
আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রিসবেন হিটের বিপক্ষে মাঠে নামবে হোবার্ট। অন্যদিকে, ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে সিডনি সিক্সার্স।








