Logo

ছিটকে গেলেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক রসিংটন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৭
ছিটকে গেলেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক রসিংটন
ছবি: সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সে টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। দলটির এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন। তবে চট্টগ্রামের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে দুঃসংবাদ—চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে রসিংটনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার সময় বাঁ হাতে গুরুতর চোট পান রসিংটন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগবে, ফলে তিনি এবারের বিপিএলে আর খেলতে পারবেন না।

ব্যাট হাতে চলতি আসরে অসাধারণ ছন্দে ছিলেন রসিংটন। টানা তিন ম্যাচে ফিফটি করে ইতিহাস গড়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। যদিও চতুর্থ ম্যাচে ৪৯ রানে আউট হয়ে সেই রেকর্ড হাতছাড়া হয়। তবুও এখন পর্যন্ত তিনি এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিজ্ঞাপন

মাত্র ছয় ম্যাচে ২৫৮ রান করেছেন এই ইংলিশ ব্যাটার। তিনটি ফিফটির পাশাপাশি তার সর্বোচ্চ ইনিংস ৭৩ রান। প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা রসিংটনের গড় ছিল চোখে পড়ার মতো—৬৫।

এদিকে রসিংটনকে হারিয়েও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থান দখল করে আছে। তবে দ্বিতীয় স্থানে থাকা রংপুরের তুলনায় একটি ম্যাচ বেশি খেলেছে চট্টগ্রাম। রংপুর ছয় ম্যাচে সংগ্রহ করেছে আট পয়েন্ট।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD