বিশ্বকাপে দর্শকদেরকে বাংলাদেশের জার্সি পরা নিয়েও সতর্কতা আইসিসির

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ দলের নিরাপত্তা ও দল গঠন ইস্যু। বাংলাদেশ দলের অন্যতম প্রধান পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার একটি প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)—এমন তথ্য সামনে এসেছে সম্প্রতি।
বিজ্ঞাপন
সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আনেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে এবং বর্তমানে সংস্থাটির জবাবের অপেক্ষায় রয়েছে।
ক্রীড়া উপদেষ্টা জানান, এর মধ্যেই আইসিসির নিরাপত্তা সংশ্লিষ্ট একটি টিম বিসিবিকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, তিনটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। প্রথমত, মোস্তাফিজুর রহমান যদি বিশ্বকাপ স্কোয়াডে থাকেন। দ্বিতীয়ত, বাংলাদেশ দলের সমর্থকেরা যদি জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে চলাফেরা করেন। এবং তৃতীয়ত, ভারতের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নিরাপত্তা পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
বিজ্ঞাপন
এই প্রেক্ষাপটে আইসিসি বাংলাদেশকে একটি বিকল্প প্রস্তাব দেয়—মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল চূড়ান্ত করার। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে প্রস্তাবটি ঘিরে ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পরই বিসিবি জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে তাকে ভারতে পাঠানো হবে না। তবে পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শুরু থেকেই বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ ও নিরাপদ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়ে আসছে।
এদিকে গুঞ্জন উঠেছে, বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা থেকে অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। তবে এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, ভারত বা আইসিসি যদি একতরফাভাবে এমন কোনো সিদ্ধান্ত নেয়, তা বাংলাদেশ মেনে নেবে না।
বিজ্ঞাপন
সব মিলিয়ে, বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের নিরাপত্তা, ভেন্যু ও স্কোয়াড নির্বাচন—সবকিছু নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আইসিসির আনুষ্ঠানিক জবাব ও পরবর্তী পদক্ষেপে এই জটিলতার কী সমাধান আসে।








