আসিফ নজরুলের মন্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নিরাপত্তার কারণে দেশের ক্রিকেট দল ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অনিচ্ছুক। এ বিষয়ে বোর্ড ইতিমধ্যেই আইসিসিকে একাধিক চিঠি পাঠিয়েছে।
বিজ্ঞাপন
আজ বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই প্রসঙ্গে আইসিসির নিরাপত্তা দল তিনটি শঙ্কার কথা তুলে ধরেন।
তবে বিসিবি স্পষ্ট করেছে, আসিফ নজরুলের দেওয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। এটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে চলা অভ্যন্তরীণ আলোচনার অংশ।
বিজ্ঞাপন
বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে আইসিসি–সংক্রান্ত যে চিঠির উল্লেখ করা হয়েছে, তা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এটি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাব হিসেবে ধরা যাবে না।
বিসিবি আরও জানিয়েছে, দলের নিরাপত্তার স্বার্থে তারা ভারতীয় ভেন্যুতে খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে এবং ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের আবেদন করেছে। তবে এখনো আইসিসি থেকে কোনো লিখিত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বোর্ড নিশ্চিত করেছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। এ বিষয়ে বোর্ডের অবস্থান পরিষ্কার—যে কোনো খবর বা মন্তব্যকে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরা যাবে না।








