Logo

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩০
ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজানের আশা, ভারতের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। এক ভিডিও বার্তায় সিজান বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ এফোর্ট দেয়... ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। ওই ক্রিকেটাররাই এই বিশ্বকাপের দলে খেলছে। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জেতার জন্য।’

বিজ্ঞাপন

প্রতিপক্ষ ভারতীয় দলকে যথেষ্ট সম্মান দিয়েই বাংলাদেশের প্রধান কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘যেদিন যে দল ভালো খেলবে, তারই জেতার সম্ভাবনা বেশি- কারণ এখানে দুইটি ভালো দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভারত একটি ভালো দল, আমাদেরও একটি ভালো দল আছে। তাই দেখা যাক। আমরা প্রক্রিয়ার ওপরই মনোযোগ রাখার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে জেতার সুযোগ থাকবে। বলা কঠিন, তবে আমরা পরিকল্পনায় লেগে থাকতে চাই এবং দেখব মাঠে ছেলেরা কীভাবে খেলাটা তুলে ধরে। শেষ পর্যন্ত যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD