Logo

মালান-হৃদয়ের হাফসেঞ্চুরিতেও দুইশ’র আগে থামল রংপুর

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৫:১১
মালান-হৃদয়ের হাফসেঞ্চুরিতেও দুইশ’র আগে থামল রংপুর
ছবি: সংগৃহীত

১১.৩ ওভারেই দলীয় সংগ্রহ ১০০ হয়েছিল রংপুর রাইডার্সের। যা বিপিএলের চলমান আসরে প্রথমবার দুইশ রানের সম্ভাবনা জাগায়। কিন্তু শেষমেষ ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করতে পেরেছে রংপুর। মূলত হাফসেঞ্চুরির পর যেভাবে স্ট্রাইকরেট বাড়ানো কথা সেভাবে পারেননি ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। এ ছাড়া শেষ ৩ ওভারে ১৬ রান তুলতেই তাদের ৩ উইকেট তুলে নেয় ঢাকা ক্যাপিটালস।

বিজ্ঞাপন

এবারের বিপিএলে এখন পর্যন্ত কোনো দলই দুইশ রান করতে পারেনি। সর্বোচ্চ ১৯৮ রান তুলতে পারে চট্টগ্রাম রয়্যালস। এ ছাড়া আরও দুই দল ১৯০ রানের গণ্ডি পেরোলেও দুইশ অধরা রয়ে গেছে। আজও (শনিবার) দিনের প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়ে ১৮০ গণ্ডিতে আটকে গেল রংপুর। যেখানে টস হেরে তাদের ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালস।

ব্যাট করতে নেমে রংপুর প্রথম পাওয়ার প্লে-তে ৫০ রান তোলে। পরবর্তী ৫ ওভারে কিছুটা দ্রুতগতিতে রান তুলেছেন দুই ওপেনার মালান ও হৃদয়। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১২৬ রান। মালান ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করতেই বোল্ড হয়েছেন তাসকিন আহমেদের বলে। ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ‍হৃদয় করেন ৬২ রান। তাকে ফিরিয়ে বিপিএলে প্রথম উইকেট শিকার করলেন তরুণ পেসার মারুফ মৃধা।

বিজ্ঞাপন

এ ছাড়া কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান করেছেন। সাইফউদ্দিনের করা শেষ ওভারে পরপর দুই বলে আউট হয়েছেন মায়ার্স ও লিটন দাস। ফলে ১৮১ রান পর্যন্ত পৌঁছাতে পারে রংপুর। ঢাকার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সাইফউদ্দিন। এ ছাড়া তাসকিন নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ১ এবং সমান ১ উইকেট নেন মারুফ মৃধা। এই ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত হবে ঢাকার, বিপরীতে জিততে পারলে প্লে-অফে পা রাখবে রংপুর।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD