Logo

আইসিসি–বিসিবি বৈঠক: ভারতের বাইরে ভেন্যুর দাবিতে অনড় বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ২১:১৩
আইসিসি–বিসিবি বৈঠক: ভারতের বাইরে ভেন্যুর দাবিতে অনড় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে বিসিবির শীর্ষ কর্মকর্তারা সরাসরি আইসিসিকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন— ভারতে দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আরও তিনজন পরিচালক অংশ নেন। আইসিসির পক্ষে একজন প্রতিনিধি সরাসরি উপস্থিত ছিলেন, আরেকজন যুক্ত হন অনলাইনে। বৈঠকে কেন বাংলাদেশ ভারতে খেলতে যেতে চায় না, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়। পাশাপাশি আবারও ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নির্ধারণের অনুরোধ জানানো হয়।

বিসিবির একজন শীর্ষ পরিচালক গণমাধ্যমকে জানান, বৈঠকে আইসিসির সিকিউরিটি প্রধান বিসিবির বক্তব্য শুনেছেন এবং বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

পরে এক বিবৃতিতে বিসিবি জানায়, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই খোলামেলা আলোচনা করেছে। আলোচনার এক পর্যায়ে টুর্নামেন্টের লজিস্টিক ও আয়োজন-সংক্রান্ত জটিলতা কমাতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনার কথা উঠে আসে।

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিতে।

চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হওয়ায়, ভবিষ্যতেও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগেও আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একই অবস্থান তুলে ধরেছিল বিসিবি। সর্বশেষ বৈঠকের জন্য ঢাকায় আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে বিশ্ব ক্রিকেট সংস্থার ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনা ঢাকায় আসতে না পারলেও অনলাইনে বৈঠকে যুক্ত হন।

বিসিবির পক্ষে এ বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD