ভারতে খেলতে অনিচ্ছুক আয়ারল্যান্ড, বিপাকে বিসিবি ও আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির প্রেক্ষাপটে নতুন মোড় নিয়েছে গ্রুপ পরিবর্তনের আলোচনা। বাংলাদেশের পরিবর্তে ভারতকে আয়ারল্যান্ডের গ্রুপে পাঠানোর প্রস্তাব উঠলেও তাতে অনীহা প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ফলে বিশ্বকাপের সূচি ও ভেন্যু নির্ধারণ নিয়ে জটিলতা আরও ঘনীভূত হলো।
বিজ্ঞাপন
বিসিবি আগেই আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে যে, তারা বিশ্বকাপ খেলতে ভারত সফরে যেতে ইচ্ছুক নয়। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইতে হওয়ার কথা রয়েছে। এই অচলাবস্থা কাটাতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় বিসিবি ও আইসিসির মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লজিস্টিক সুবিধা বিবেচনায় বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বিকল্প প্রস্তাব হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ বিনিময়ের কথা উঠেছিল। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাদের নির্ধারিত সূচি পরিবর্তন করতে রাজি নয়। আইসিসি আয়ারল্যান্ডকে নিশ্চিত করেছে যে, তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, “আমরা আইসিসি থেকে নিশ্চিত আশ্বাস পেয়েছি যে আমাদের মূল সূচি পরিবর্তন করা হবে না। আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলছি।”
উল্লেখ্য, আয়ারল্যান্ড ‘সি’ গ্রুপে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গী। অন্যদিকে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি।
বিজ্ঞাপন
আয়ারল্যান্ড তাদের অবস্থান পরিষ্কার করায় এখন বিসিবি ও আইসিসিকে বিকল্প কোনো সমাধানের পথ খুঁজতে হচ্ছে। বাংলাদেশের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত সূচিতে বড় কোনো পরিবর্তন আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।








