কোমান-ফেলিক্সের নৈপুণ্যে ২০২৬ সালের প্রথম জয় পেল আল নাসর

নতুন বছরের শুরুটা টানা ব্যর্থতায় কাটলেও চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। শনিবার রাতে আল আউয়াল পার্কে এক নাটকীয় লড়াইয়ে আল শাবাবকে ৩-২ গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলে ২০২৬ সালের প্রথম পূর্ণ পয়েন্ট অর্জন করলো আল নাসরের ফুটবলাররা।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আল নাসর। দ্বিতীয় মিনিটেই জোয়াও ফেলিক্সের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন আল শাবাবের সাদ ইয়াসলাম। ১-০ তে এগিয়ে যাওয়ার ঠিক ৬ মিনিট পর আবারও ফেলিক্সের জাদুকরী ক্রস। এবার দুর্দান্ত এক ওভারহেড কিকে গোল করে ব্যবধান ২-০ করেন কিংসলে কোমান।
তবে দুই গোল হজম করেও হাল ছাড়েনি আল শাবাব। ৩১ মিনিটে আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকানের আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা। বিরতির পর ইয়ানিক কারাসকোর পাস থেকে কার্লোস জুনিয়রের গোলে ৫৩ মিনিটে সমতায় ফেরে আল শাবাব।
বিজ্ঞাপন
ম্যাচ যখন ২-২ সমতায় টানটান উত্তেজনা, ঠিক তখন ভিনসেন্ট সিয়েরো লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় আল শাবাব। এই সুযোগ কাজে লাগিয়ে ৭৬ মিনিটে ঘারিবের শট রক্ষণভাগে লেগে জালে জড়ালে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর।
এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের টেবিলের দ্বিতীয় স্থানে মজবুত হলো আল নাসর। শীর্ষস্থানে থাকা আল হিলালের চেয়ে তারা এখন মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে।








