টসে জিতে ফিল্ডিং নিল রংপুর, ব্যাটিংয়ে নোয়াখালী

চলমান টুর্নামেন্টে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক লিটন কুমার দাস, ফলে ব্যাটিংয়ে নামতে হয়েছে নোয়াখালীকে।
বিজ্ঞাপন
রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটির প্রথম বল গড়ায়।
টুর্নামেন্টে অভিষেক আসরেই প্রত্যাশা পূরণে ব্যর্থ নোয়াখালী এক্সপ্রেস এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটি শেষ ম্যাচে অন্তত একটি জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, রংপুর রাইডার্স দারুণ ছন্দে রয়েছে। গতকাল ঢাকা দলকে ১১ রানে হারিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে লিটনের দল। এতে করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে তারা আগেই প্লে-অফ নিশ্চিত করেছে। শেষ লিগ ম্যাচে জয় দিয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় রংপুর।








