ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের টিকিট-দাম ও আবেদন করবেন যেভাবে

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপের ২০২৬ সংস্করণ শুরু হতে যাচ্ছে আগামী ১২ জুন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। প্রিয় দল ও তারকাদের মাঠে বসে খেলা দেখার আকাঙ্ক্ষায় ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট সংগ্রহের দৌড়ঝাঁপ।
বিজ্ঞাপন
ফিফার সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৬ বিশ্বকাপের জন্য মোট ৩৩০টি টিকিট বরাদ্দ পেয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নন-প্লেয়িং কান্ট্রি হওয়ায় বাংলাদেশের জন্য এর বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা, যা অফেরতযোগ্য। আবেদন করার সময় নির্দিষ্ট ম্যাচের টিকিটের মূল্যও জমা দিতে হবে।
পরবর্তীতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে টিকিট ক্রয়ের বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করে। সেখানে জানানো হয়, ছয়টি ক্যাটাগরির ব্যক্তিরা বাফুফের মাধ্যমে বিশ্বকাপ টিকিটের জন্য আবেদন করতে পারবেন। এ তালিকায় রয়েছেন— বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য, সদস্য সংস্থার কর্মকর্তা, স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির সদস্যসহ বাফুফের কর্মকর্তা, বাফুফের স্পন্সর ও পার্টনার প্রতিষ্ঠান, ফুটবল সমর্থক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং ক্রীড়া সাংবাদিকরা।
বিজ্ঞাপন
টিকিট প্রত্যাশীদের আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি বিকাল ৪টার মধ্যে মতিঝিলস্থ বাফুফে ভবনে আবেদন জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফরম পূরণ, পাসপোর্টের ফটোকপি, এক কপি ছবি, ভিজিটিং কার্ড এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মূল রশিদ সংযুক্ত করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
টিকিটের মূল্য জমা দিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নামে ইউসিবি ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চ, মতিঝিল শাখায় নির্ধারিত অ্যাকাউন্টে। টিকিট প্রদানের ক্ষেত্রে বাফুফের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভিসা সংক্রান্ত কোনো দায়ভার বাফুফে নেবে না। বরাদ্দ পাওয়া টিকিট হস্তান্তর বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যেসব আবেদনকারী টিকিট পাবেন না, তাদের জমাকৃত অর্থ পরবর্তীতে ব্যাংক ট্রান্সফার বা একাউন্ট পে চেকের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনটি ক্যাটাগরিতে বাফুফের মাধ্যমে বিশ্বকাপ টিকিট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। গ্রুপপর্বের ১৩টি ম্যাচে মোট ১৬২টি টিকিট বরাদ্দ রয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের সাতটি ম্যাচ অন্তর্ভুক্ত। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের একটি করে ম্যাচও দেখা যাবে।
গ্রুপপর্বের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে রয়েছে— ১৩ জুন নিউ জার্সিতে ব্রাজিল বনাম মরক্কো, ১৬ জুন কানসাস সিটিতে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, ১৯ জুন ফিলাডেলফিয়ায় ব্রাজিল বনাম হাইতি, ২২ জুন ডালাসে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, ২৪ জুন মায়ামিতে ব্রাজিল বনাম স্কটল্যান্ড এবং ২৭ জুন ব্রাজিল বনাম জর্ডান ম্যাচ। এসব ম্যাচে বাংলাদেশিদের জন্য তিন ক্যাটাগরিতে ২০টি করে টিকিট বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য দলের গ্রুপপর্বের ম্যাচে পাওয়া যাবে ৬টি করে টিকিট।
নকআউট পর্বে রাউন্ড অব ৩২-এর পাঁচ ম্যাচে ৪৬টি, শেষ ষোলোর চার ম্যাচে ৪৪টি, কোয়ার্টার ফাইনালের চার ম্যাচে ৪৮টি, দুটি সেমিফাইনালে ২০টি এবং ফাইনালের জন্য ১০টি টিকিট বরাদ্দ রয়েছে।
বিজ্ঞাপন
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলোতে তুলনামূলক বেশি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। তারা গ্রুপপর্ব পেরিয়ে পরবর্তী ধাপে উঠলে সম্ভাব্য ম্যাচগুলোর দিনেও বাড়তি টিকিট থাকবে।
টিকিটের মূল্য তিন ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি-১ এর টিকিটের দাম ৯১ হাজার ৮৭৫ টাকা, ক্যাটাগরি-২ এর দাম ৬৫ হাজার ৬২৫ টাকা এবং ক্যাটাগরি-৩ এর টিকিট কিনতে লাগবে ৩৪ হাজার ৭৫০ টাকা। নকআউট পর্বে ম্যাচভেদে টিকিটের মূল্য আরও বাড়বে, যা ফাইনালে সর্বোচ্চ ১১ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
বিজ্ঞাপন
বিশ্বকাপের মতো আসরে প্রিয় দলকে মাঠে বসে দেখার সুযোগ পেতে এবার বাফুফের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের জন্য থাকছে সীমিত হলেও বহুল প্রত্যাশিত একটি সুযোগ।








