Logo

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৬:০৯
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আইসিসি ও বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠকের পরও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের বদলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে বিসিবি। তবে বৈঠক শেষে কোনো পক্ষই স্পষ্ট করে কিছু না বলায় অনিশ্চয়তাই বেড়েছে।

বিজ্ঞাপন

বিপিএলের ঢাকা পর্ব শুরুর আগেই বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত ফেসবুক পোস্টকে ঘিরে বিসিবিতে অস্থিরতা তৈরি হয়। ক্রিকেটারদের প্রতিবাদ, একদিনের ম্যাচ বর্জন এবং পরিচালকের বিরুদ্ধে শোকজ— সব মিলিয়ে বোর্ডের ভেতরের সংকট এখনো পুরোপুরি কাটেনি।

এর মধ্যেই ঢাকায় আসেন আইসিসির প্রতিনিধি দল। ভিসা জটিলতায় অনলাইনে যুক্ত হন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্স জিএম গৌরব সাক্সেনা, সরাসরি বৈঠকে ছিলেন ইন্টিগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ। বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ শীর্ষ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ভারতে না খেলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে আগ্রহী এবং প্রয়োজনে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও আলোচনায় এসেছে। তবে আইসিসির পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি বা আশ্বাসের কথা স্পষ্টভাবে জানানো হয়নি।

বোর্ড ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। বিষয়টি পুরোপুরি বাতিল না হলেও কার্যত আশার আলো কম। বিসিবির অনেক কর্মকর্তা মনে মনে ধরেই নিয়েছেন, এবার বিশ্বকাপ খেলা কঠিন।

সবশেষ ভরসা আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ। তিনিই যদি বিশেষ উদ্যোগ নেন এবং গ্রুপ পরিবর্তনের জটিল প্রক্রিয়া এগিয়ে নেন, তবেই বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যথায়, বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিতই থেকে যাচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD