Logo

একই দিনে পয়েন্ট হারালো আর্সেনাল ও লিভারপুল

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৯
একই দিনে পয়েন্ট হারালো আর্সেনাল ও লিভারপুল
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে পয়েন্ট হারিয়েছে শিরোপা দৌড়ে থাকা দুই দল আর্সেনাল ও লিভারপুল। নটিংহাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে টেবিল টপার আর্সেনালকে। অন্যদিকে ঘরের মাঠ অ্যানফিল্ডে বার্নলির বিপক্ষে ৩২টি শট নিয়েও ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) রাতে সিটি গ্রাউন্ডে আক্রমণাত্মক ফুটবল খেলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি মিকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের ২৯তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় আর্সেনালের। এরপর প্রথমার্ধে নেওয়া আটটি শটের কোনোটিই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের সন্ধানে একের পর এক পরিবর্তন আনেন আর্তেতা। তবে আক্রমণে গতি থাকলেও ফিনিশিংয়ের ঘাটতি স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় গানারদের।

বিজ্ঞাপন

একই রাতে অ্যানফিল্ডে বার্নলির বিপক্ষে মুখোমুখি হয় লিভারপুল। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথম ১৫ মিনিটেই লিভারপুল নেয় চারটি এবং বার্নলি নেয় তিনটি শট, তবে স্কোরলাইন ছিল অপরিবর্তিত।

৩১ মিনিটে স্পটকিক থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন ডমিনিক সোবেসলাই। এরপর দীর্ঘ সময় চাপে রেখেও গোল করতে পারছিল না স্বাগতিকরা। অবশেষে ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে লিভারপুলকে এগিয়ে দেন ভিয়েৎসা। লিড নিয়েই বিরতিতে যায় অল রেডরা।

বিরতির পরও আক্রমণে আধিপত্য বজায় রাখে লিভারপুল। একাধিক সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে না পারার খেসারত দিতে হয় পরে। ম্যাচের এক পর্যায়ে প্রতি-আক্রমণ থেকে এডওয়ার্ডসের গোলে সমতা ফেরায় বার্নলি।

বিজ্ঞাপন

শেষ দিকে দু’দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।

এই ফলাফলে শিরোপা দৌড়ে আর্সেনাল ও লিভারপুল—দুই দলই চাপে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD