Logo

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৬
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ। মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে ২১ রানে জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

বিজ্ঞাপন

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের ইনিংসের ভিত গড়ে দেন শারমীন আক্তার। ওপেনিংয়ে নেমে ৩৯ বল মোকাবেলায় ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে মিডল অর্ডারে সোবহানা মোস্তারি কার্যকর ভূমিকা রেখে ৩২ রান যোগ করেন।

বল হাতে যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে সফল ছিলেন মাহি মাধবন, যিনি তিনটি উইকেট শিকার করেন। তবে তার বোলিং সত্ত্বেও বাংলাদেশ নির্ধারিত ওভারে দেড়শ রানের গণ্ডি ছাড়াতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। ৪২ রানে ওপেনিং জুটি ভেঙে গেলে দ্রুতই ব্যাটিং ধস নামে। টপ অর্ডারে রিতু মনি এবং মিডল অর্ডারে নাহিদা আক্তারের আঁটসাঁট বোলিংয়ে রান তোলায় হিমশিম খায় স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের পক্ষে চেতনা পাগিদিয়ালা সর্বোচ্চ ৩৬ রান করেন। ওপেনার রিতু ৩৩ এবং দিশা ঢিঙ্গরা ২৩ রান যোগ করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ছিলেন সবচেয়ে সফল। চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। রিতু মনি সমান রান খরচ করে তিনটি উইকেট শিকার করে জয়ে বড় ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

এই জয়ের মাধ্যমে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আত্মবিশ্বাসী সূচনা করল বাংলাদেশ দল।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD