নওগাঁয় শারদীয় দুর্গা পূজা শুরু
26Shares

ছবি: সংগৃহীত
ষষ্ঠি পূজার মধ্যদিয়ে
বিজ্ঞাপন
নওগাঁয় আজ ষষ্ঠি পূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।
শনিবার সকালে নওগাঁর মন্ডপে মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের ষষ্ঠি পূজা। সকালে পূজা মন্ডপ গুলোর বেলতলায় দূর্গা দেবীকে পূজার অর্ঘ্য দিয়ে শুরু হয় ষষ্ঠি পূজার নানান আয়োজন। পূজা শুরুর সাথে সাথে মন্ডপে মন্ডপে বেঁজে উঠে ঢাকের বাজ। তবে মন্ডপ গুলোয় এখনো চলছে সাজ-সজ্জার কাজ।
ষষ্ঠি পূজা উপলক্ষে সকাল থেকে মন্দির গুলোতে হিন্দু সম্প্রদায়ের মানুষের স্বল্প পরিসরে লোকজনদের দেখা গেছে। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গার আগমন হচ্ছে গজে এবং দেবী বিদায় নিবেন নৌকায় চড়ে। এবার নওগাঁ জেলায় ৮১৬টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








