Logo

ঈদযাত্রায় যাত্রী চাপ সামলাতে প্রস্তুত পাটুরিয়া ও আরিচা নৌরুট

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৩, ২২:১৯
30Shares
ঈদযাত্রায় যাত্রী চাপ সামলাতে প্রস্তুত পাটুরিয়া ও আরিচা নৌরুট
ছবি: সংগৃহীত

ঈদের সময় যানবাহন পারাপারের হার বাড়লেও পর্যাপ্ত ফেরি থাকায় কোনো ভোগান্তি হবে না

বিজ্ঞাপন

পদ্মা সেতু চালু হওয়ার আগে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুই ঘাটে মিলে প্রতিদিন গড়ে সাড়ে সাত হাজার যানবাহন পারাপার হতো। ঈদ মৌসুমে এ যানবাহনের পারাপারের হার আরও বেড়ে যেত। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এ নৌরুটে যানবাহন পারাপারের হার অর্ধেকে নেমে এসেছে। 

এদিকে আরিচা-কাজিরহাট নৌরুটে পদ্মা সেতু চালু হওয়ার পরও আগের মতোই যানবাহন পারাপারের চাপ রয়েছে। এ নৌরুটে ঈদ মৌসুমে ছোট গাড়ির হার বেড়ে যায়, লঞ্চগুলোতেও থাকে বাড়তি চাপ।

বিজ্ঞাপন

আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, আরিচা-কাজিরহাট নৌরুটে স্বাভাবিক সময়ে গড়ে পাঁচশর মতো যানবাহন পারাপার করা হয়। 

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের উপ পরিচালক এসএম সাজ্জাদুর রহমান বলেন, আসন্ন ঈদযাত্রা নিশ্চিত করতে অস্থায়ী টয়লেট নির্মাণ, মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন, সুপেয় পানি সরবরাহ করাসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আগের মতো যানবাহনের চাপ নেই। ঈদের সময় যানবাহন পারাপারের হার বাড়লেও পর্যাপ্ত ফেরি থাকায় কোনো ভোগান্তি হবে না।

বিজ্ঞাপন

পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বাড়বাড়িয়া এলাকা থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্নভাবে পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের প্রায় ছয়শ পুলিশ সদস্য কাজ করবে।

জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল কার্যালয়কে নিয়ে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD