Logo

প্রেমের টানে ফরিদপুরে মালয়েশিয়ান তরুণী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৩, ০৪:০৮
38Shares
প্রেমের টানে ফরিদপুরে মালয়েশিয়ান তরুণী
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে পৌঁছলে জাফর মাতুব্বর তাকে রিসিভ করে পরেরদিন ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন

বিজ্ঞাপন

প্রেমের টানে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিক জাফর মাতুব্বরের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ (২৫)। প্রেমিক জাফর মাতুব্বর ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের মৃত আবুল কাসেম মাতুব্বরের ছেলে।

শুক্রবার (৭ জুলাই) মালয়েশিয়ান তরুণী আসার খবরে এলাকায় ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে। 

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাফর মাতুব্বরের মালয়েশিয়ার দীর্ঘদিন যাবত ব্যবসা করতো। চলতি বছর কাজ শেষে দেশে চলে আসে। ওই ব্যবসা করার সময় পরিচয় হয় আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ সঙ্গে। পরিচয় থেকে ধীরে ধীরে প্রণয়। করোনার সময় ২০১৯ সালের দিকে তারা মালোয়শিয়ায় দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন আগে জাফর মাতুব্বর দেশে আসেন। পরবর্তীতে গত বুধবার ওই তরুণী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে জাফর মাতুব্বর তাকে রিসিভ করে পরেরদিন ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন।

বিজ্ঞাপন

ভাঙা ভাঙা বাংলায় মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ বলেন, জাফর আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি। এখনাকার সবাই ভালো ও আন্তরিক। খাবার ও পরিবেশ ভালো লেগেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। এখনকার মানুষের মধ্যে সম্পর্ক অনেক ভালো। আমি ইন্টারনেটে দেখেছি কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত ও সোনারগাঁও। আমি ঘুরে দেখতে চাই।

বিজ্ঞাপন

এব্যাপারে জাফর মাতুব্বর বলেন, আমি মালয়েশিয়ায় ব্যবসা করার সময় আজি ফাজিরা সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে ভালোবাসা। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। পরবর্তীতে আমরা দুই পরিবারের সম্মতিতে বিবাহ করি। আমি বাড়ি আসার পর আমার ভালোবাসার টানে সে বাংলাদেশে চলে আসে। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছে। এতো আমরা দুইজন ও আমার পরিবারের সবাই খুশি। আবার আমরা এক সঙ্গে মালোয়শিয়া যাব।

বিজ্ঞাপন

এবিষয়ে আজিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জানান, শুনেছি আমার ইউনিয়নের কররা গ্রামে মালেশিয়া থেকে প্রেমের টানে এক তরুণী চলে আসছে। ২ পরিবারের সম্মতিতে বিবাহও করেছে।

জেবি/ আরএইচ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD