রামপালে মাদক ব্যবসায়ী আটক

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা ৫৫ গ্রাম গাঁজাসহ পুলিশ রাকিবুলকে আটক করে
বিজ্ঞাপন
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে গাঁজা ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম (২১) নামের এক যুবককে আটক করেছে। সে উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের পুত্র।
সোমবার (১০ জুলাই) রাতে গৌরম্ভা ইউনিয়নের চিত্রা এলাকায় মাদক কারবারিরা মাদক কেনা-বেচা করছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। এ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা ৫৫ গ্রাম গাঁজাসহ পুলিশ রাকিবুলকে আটক করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রামপাল থানার ওসি এস. এম. আশরাফুল আলম জানান, গাঁজাসহ রাকিবুল ইসলাম নামের এক যুবককে গত রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি যতদিন রামপাল থানায় ওসির দ্বায়িত্ব পালন করব ততদিন আমি কোন মাদক ব্যবসায়ীকে এবং মাদক সেবীকে মুক্ত বাতাসে ঘুরতে দিব না। হয় মাদক ছাড়তে হবে না হয় রামপাল ছাড়তে হবে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








