Logo

কিশোরগঞ্জে কৃষি খামার শ্রমিকদের ১৩ দফা দাবিতে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২৪:০৩
38Shares
কিশোরগঞ্জে কৃষি খামার শ্রমিকদের ১৩ দফা দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন শেষে খামার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন

সরকারি কৃষি খামার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবি আদায়ে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে কৃষি খামার শ্রমিক ফেডারেশন। 

রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কিশোরগঞ্জ আঞ্চলিক কেন্দ্রর সামনে এ মানববন্ধন করেন খামারে কর্মরত শ্রমিকরা। কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন শেষে খামার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন কিশোরগঞ্জ শাখার সভাপতি  দিপু মিয়া বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি খামার শ্রমিকরা সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। 

বিজ্ঞাপন

একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ছে না, তাদের নিয়মিতকরণ হচ্ছে না, সরকারি কর্মকর্তারা ইচ্ছামাফিক শ্রমিক ছাঁটাই ও কাজ দিচ্ছেন, শ্রমিকরা ছুটি ভোগ করতে পারে না, চিকিৎসা ভাতা পায় না, এই সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা দাবি আদায়ে লক্ষ্যে ১০ দিন ব্যাপী আমাদের কর্মসূচি চলবে। 

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মনে করি সরকার দ্রুতই আমাদের দাবিগুলো মেনে নিবে।

বিজ্ঞাপন

পাট গবেষণা ইনস্টিটিউটে ৩৭ বছর ধরে শ্রমিক হিসেবে চাকরি করেন হাফেজ মো. নূর উদ্দিন। তিনি জানান, আমরা বর্তমানে ৫৫০ টাকা দৈনিক মজুরি পাই এটাকে ১ হাজার টাকা করতে হবে। বছরে ছুটি পাই ৩০দিন এটাকে ৬০ দিনে বৃদ্ধি করতে হবে।  অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিত করত হবে ও বৈশাখী ভাতা দিতে হবে।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন কিশোরগঞ্জ শাখার সভাপতি দিপু মিয়া, সহসভাপতি লাল মিয়া,সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, মুঞ্জু মিয়া, আরজু মিয়া 

শ্রমিকদের বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ ও বাৎসরিক দুটি উৎসব ভাতা প্রদানসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বারাদী খামারের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। ২১ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১০ দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD