Logo

পদ হারালেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৬
29Shares
পদ হারালেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিজ্ঞাপন

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এর পুর্বে গত ১৬ সেপ্টেম্বর শনিবার ‘জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় কয়েকটি অনলাইন পোর্টালসহ গণমাধ্যমে। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে শুরু হয়, বইতে শুরু করে আলোচনা ও সমালোচনার ঝড়।

বিজ্ঞাপন

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে একদিনের মধ্যেই আরিফ বাপ্পীকে তার স্বীয়পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শুক্রবার আরিফ বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর অশ্লীল ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক যুবতীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এবং তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত ওই তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ভিডিওটি এডিটিং করা বলে বাপ্পী তার ফেসবুকে দাবি করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে ‘চক্রান্তকারীরা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে’।

এদিকে, জেলা ছাত্রলীগ সভাপতির এমন আপত্তিকর ভিডিও নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখবো। আমাদের সংগঠনের জন্য অসম্মান ও অমর্যাদাজনক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে সর্বোচ্চ গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে।’ অপরদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যের পরপরই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD