কক্সবাজার থেকে ঢাকায় যাত্রী নিয়ে প্রথম ট্রেন যাত্রা আজ

অপরদিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে।
বিজ্ঞাপন
কক্সবাজার জেলা তথা বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর স্বপ্ন,সাধ, ধৈর্য ও অপেক্ষার সমাপ্তি।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামকরণ করা 'কক্সবাজার এক্সপ্রেস' নামের ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে প্রথমবারের মতো রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বিজ্ঞাপন
যাত্রী নিয়ে ট্রেনের শুভ যাত্রা উপলক্ষে কক্সবাজার আইকনিক রেল স্টেশন চত্বরে দুপুর সাড়ে ১১ টায় একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে রেলপথ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো: হুমায়ুন কবীর।
অপরদিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে।
বিজ্ঞাপন
কমলাপুর স্টেশনে ট্রেন ছাড়ার আগে কক্সবাজারগামী যাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: কামরুল আহসান।
বিজ্ঞাপন
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের অন্যতম স্টেশন মাষ্টার মো: ফরহাদ বিন জাফর বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিন ১হাজার ৩৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ট্রেনটিতে মোট ২৩ বাস বা বগী থাকবে।
আরএক্স/