Logo

বাগেরহাটে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৩, ০১:২৪
64Shares
বাগেরহাটে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
ছবি: সংগৃহীত

দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী।

বিজ্ঞাপন

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আশ’র দেপাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আশার চিতলমারী আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার শংকর লাল পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী। 

বিজ্ঞাপন

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, সহকারী কর্মকর্তা তন্ময় বাড়ই, ইউপি সদস্য ইমাম হোসেন জেলাল, আশা দেপাড়া বাজার ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক স্বপন সাহা, সহকারী ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। 

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক  নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদান করেন আশার দেপাড়া স্বাস্থ্য সেবা কেন্দ্রের হেল্প সেন্টার ইনচার্জ ডাক্তার ফাতেমা জান্নাত।  

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা আসার ৮১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ৭টি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় দিনব্যাপী আশা দেপাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD