নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়: ইসি আলমগীর

কারো সম্মানহানি যেনো না হয়। কারণ প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা
বিজ্ঞাপন
জাতীয় নির্বাচনে যাতে একটিও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে নির্বাচন কমিশন সে বিষয়ে সোচ্চার রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়।’
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইসি আলমগীর বলেন, “কারো সম্মানহানি যেনো না হয়। কারণ প্রত্যেক নাগরিক সম্মানিত, প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। কেউ যেনো কারো সম্মানে আঘাত না করেন।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: রুহুল কবির রিজভীকে খুঁজছে ডিবি
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আসলাম খানসহ ৩টি আসনের সব প্রার্থীরা।
বিজ্ঞাপন
জেবি/এসবি








