Logo

সন্ধান মিলল ভোলার মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ বাবা-ছেলের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারী, ২০২৪, ০৪:১৩
59Shares
সন্ধান মিলল ভোলার মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ বাবা-ছেলের
ছবি: সংগৃহীত

ট্রলারটি টেনে নদীর তীরে নিয়ে যেতে হবে। আমরা এখন সে কার্যক্রম শুরু করছি।

বিজ্ঞাপন

ভোলার মেঘনা নদীতে বাবা-ছেলে নিয়ে ডুবে যাওয়া মালবাহী ট্রলার ও তাদের মরদেহের সন্ধান পাওয়া গেছে। ডুবুরি দল বাবা-ছেলের মরদেহের পাশাপাশি ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করতে অভিযান শুরু করেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল ডুবে যাওয়া ট্রলার শনাক্ত করে। এর আগে সোমবার রাতে বেসরকারি এক ডুবুরি টিম ট্রলারটির অবস্থান শনাক্ত করে তাতে রশি বেধে রেখেছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভোলা বিআইডব্লিউটিএ'র নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেঘনায় বাবা-ছেলেকে নিয়ে ডুবে যাওয়া মালবাহী ট্রলার শনাক্ত করা গেছে। নদীর তলদেশে ট্রলারটি আটকা আছে। ট্রলারটি ডুবে যাওয়ার সময় ইঞ্জিনরুমে বাবা-ছেলে ছিল। আমরা ধারণা করছি, এখনও ইঞ্জিনরুমে বাবা-ছেলের মরদেহ আছে। ট্রলারটি উদ্ধার করা গেলেই মরদেহ দুটি উদ্ধার করা সম্ভব হবে। ডুবুরির মাধ্যমে ডুবে যাওয়া ট্রলারে রশি বেধে উদ্ধার অভিযান শুরু হবে। ট্রলারটি টেনে নদীর তীরে নিয়ে যেতে হবে। আমরা এখন সে কার্যক্রম শুরু করছি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিআইডব্লিউটিএ'র ডুবুরি টিমের পাশাপাশি আলম ডুবুরি নামে চাঁদপুরের বেসরকারি একটি ডুবুরি টিম এ উদ্ধার অভিযানে অংশ নেবে। তাদের সঙ্গে চুক্তি করেছে ডুবে যাওয়া ট্রলারের মালিক। তারা জানিয়েছে, দুই ঘণ্টার মধ্যে ডুবে যাওয়া ট্রলারটি উত্তোলন করা সম্ভব।

বিজ্ঞাপন

অভিযানে বেলা ২টা পর্যন্ত বিআইডব্লিউটিএ'র ডুবুরি টিম ব্যতীত অন্য কোনো সংস্থার ডুবুরি টিমকে দেখা যায়নি। তবে ঘটনাস্থলে ইলিশা নৌ-পুলিশ, তদন্ত কেন্দ্রের টিম, ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডের সদস্যরা উপস্থিত আছেন।উল্লেখ্য, গত (২২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে মনপুরা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া মালবাহী ট্রলারটি ইলিশার জোরখাল পয়েন্টে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ভাঙ্গারি মালামালসহ সাতজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দু'জন বাবা-ছেলে। ট্রলারটি ডুবে যাওয়ার সময় পাঁচজন শ্রমিক সাঁতরে জেলে ট্রলারের সহায়তায় উপরে উঠে আসতে পারলেও আব্দুল রাজ্জাক ও তার ছেলে পারভেজ সরদার ইঞ্জিনরুমে থাকায় তারা দু'জন বেরোতে পারেনি। কয়েক মিনিটের মধ্যে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা সাত শ্রমিক বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিজ্ঞাপন

ঘটনার পর সোমবার সকাল থেকে কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ এর যৌথ ডুবুরি টিম উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়ে বন্ধ রাখে। এরপর আজ সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হওয়ার পর বেলা ২টার দিকে ট্রলারটির সন্ধান পাওয়া যায়।

বিজ্ঞাপন

এদিকে নিখোঁজ আব্দুল রাজ্জাক ও তার ছেলে পারভেজ সরদারের নিখোঁজ হওয়ার খবরে স্বজনরা জোরখাল মেঘনা নদীর তীরে এসে জড়ো হয়। এসময় তাদের আহাজারিতে পুরো এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD