Logo

এসএসসি পরীক্ষার ঘুমধুম কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:৩৭
77Shares
এসএসসি পরীক্ষার ঘুমধুম কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

বিজ্ঞাপন

বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্তপূর্ণ এবং উদ্বেগের কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সীমান্ত এলাকা পরিদর্শনকালে দুই কর্মকর্তা এমন মন্তব্য করেন। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর প্রেক্ষিতে উত্তর ঘুমধুমের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসংক্রান্ত প্রক্রিয়া প্রায় চুড়ান্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিভাগীয় কমিশনার বলেন, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। সীমান্ত এলাকা ঘুরে পরিস্থিতি অস্বাভাবিক বলা যাবে না।

পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপিসহ অন্যান্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তোফায়েল বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ মিয়ানমারের মন্ত্রণালয়ের আলোচনা চলছে। ২-৩ দিনের মধ্যে এটা চুড়ান্ত হবে।

বিজ্ঞাপন

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, সীমান্ত পরিস্থিতি বিজিবি দেখছেন। আমরা সহযোগিতা করছি। অস্ত্রধারী ২৩ জনকে আটক করে মামলা দিয়েছে। এব্যাপারে তদন্ত সহ আইন প্রক্রিয়া চলছে। অন্যকোনভাবে অপরাধি অনুপ্রবেশ হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা কক্সবাজার পৌঁছে সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত পরিদর্শনে যান। ওখানে সীমান্তের লোকজন ও জনপ্রতিনিধির সাথে আলাপ করেন। এরপর সাড়ে ১২ টার দিকে ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যান। পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD