ভেড়ামারায় ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

তার আরেক সহযোগী পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার রফিকুল কৌশলে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া থেকে জেলা গোয়েন্দা শাখার (কুষ্টিয়া) বিশেষ অভিযান কালে ১ কেজি গাঁজাসহ রিপন মন্ডল (৩৪) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রিপন সাতবাড়িয়া এলাকার এনামুল হকের পুত্র।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আজ ১৮ই মার্চ সোমবার দুপুর ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় রিপন মন্ডল কে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা হয়। তার আরেক সহযোগী পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার রফিকুল কৌশলে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, পলাতক আসামী কে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি