Logo

সিলেটে সিজদারত মুসল্লির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ০১:৪৬
99Shares
সিলেটে সিজদারত মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত

পরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়

বিজ্ঞাপন

সিলেটে নামাজে সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ মার্চ ) বিকেলে সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার জামে মসজিদে আছরের নামাজের সময় এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত হারুন আল রশিদ একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন বলে জানা যায়। 

বিজ্ঞাপন

তিনি আখালিয়া নতুন বজার এলাকার শান্তিবাগ আবাসী এলাকায় বসবাস করেন। রাত ১০টার দিকে আখালিয়া নতুন বাজারস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাঠে মৃত মো: হারুন আল রশিদের জানাযা সম্পন্ন হয়েছে। পরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার জামে মসজিদে শুক্রবার বিকালে আছর এর নামাজ আদায় করতে যান। একপর্যায়ে নামাজরত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’) উপস্থিত মুসল্লিগণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD