Logo

গভীর সমুদ্রে ভাসমান ১৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৪, ০২:৫৪
69Shares
গভীর সমুদ্রে ভাসমান ১৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
ছবি: সংগৃহীত

সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৬ টারদিকে উদ্ধার করেছে কোস্টগার্ডের একটি টহল টিম

বিজ্ঞাপন

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান ১৩ জন জেলেকে সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৬ টারদিকে উদ্ধার করেছে কোস্টগার্ডের একটি টহল টিম।

 

দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি মঙ্গলবার (০২ এপ্রিল) এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, বুধবার (২৭ মার্চ) এফ ভি “শিফা”নামক একটি ফিশিং ট্রলার চট্টগ্রাম জেলার বাঁশখালী এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে এবং গত ২৯ মার্চ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ট্রলারটি মোবাইল নেটওয়ার্ক এর আওয়াতায় আসলে ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের নিকট সহায়তা চায়। অতঃপর নিয়মিত টহল কার্যে অপারেশন সুরক্ষায় নিয়োজিত থাকা কোস্ট গার্ড জাহাজ “সবুজ বাংলা” কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন গত ১ এপ্রিল সন্ধ্যা ৬ টায় কুতুবদিয়া লাইট হাউজ থেকে আনুমানিক ৯ নটিক্যাল মাইল গভীরে সমুদ্র হতে ভাসমান ফিশিং ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ বোটসহ চট্রগ্রামের আনোয়ারা উপকূলে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD