কর্ণফুলী ৩ লঞ্চে আগুন আতঙ্কে পানিতে ঝাঁপ যাত্রীদের

এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়েছেন যাত্রীরা
বিজ্ঞাপন
ভোলা'র ইলিশা-ঢাকা রুটের সদরঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মাঝিরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়েছেন যাত্রীরা।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুরের হাইমচর সংলগ্ন আবাল বিল চর এলাকার মেঘনা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, আগুন লাগার পর লঞ্চটি চাঁদপুরের হাইমচর সংলগ্ন আবাল বিল নামে একটি চরে নোঙর করে যাত্রীদের একই কোম্পানির আরেকটি (কর্ণফুলী ৪) লঞ্চে উঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিত লঞ্চটিতে থাকা কয়েকজন যাত্রী।
বিজ্ঞাপন
দুর্ঘটনা কবলিত কর্ণফুলী ৩ লঞ্চে থাকা ও ঘটনার প্রত্যক্ষদর্শী বণিক বার্তার জেলা প্রতিনিধি ও যমুনা টিভির সাবেক স্টাফ রিপোর্টার এইচ এম জাকির হোসেন জনবাণী কে জানান, সকাল সাড়ে ৮টার দিকে কয়েক শ যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় যাত্রী হিসেবে সেই লঞ্চটিতে আমিও ছিলাম, সকাল ১০ টার দিকে লঞ্চটির ইঞ্জিনরুমে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লঞ্চটি আবাল বিল চর এলাকায় নোঙর করে, এতে আতঙ্কিত হয় বেশ কিছু যাত্রী চরে ও নদীতে লাফ দেয় এবং বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলো আগুন নিয়ন্ত্রণে আসেনি, ও সংশ্লিষ্ট প্রশাসন নৌপুলিশ এবং কোস্ট গার্ডের কোন তৎপরতা দেখা যায়নি।
বিজ্ঞাপন
এদিকে লঞ্চটিতে থাকা কয়েকজন যাত্রী জানান আগুন লাগার খবরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইঞ্জিনরুমসহ লঞ্চের নিচতলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
বিজ্ঞাপন
কর্ণফুলী-৩ লঞ্চের সহকারী মাস্টার মো. রইচ উদ্দিন সুমন মুঠোফোনে জানান, আগুন লাগার পরই তা পুরো ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়। পরবর্তীতে যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চ ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন জানান যেহেতু ঘটনাস্থল ভোলার বাইরে, সেজন্য এখনো নিশ্চিত করে ঘটনার বিস্তারিত কিছু বলা যাচ্ছেনা ঘটনাটি জানার পর তিনি কোস্টগার্ডকে বিষয়টি অবগত করেছেন। চাঁদপুরের একটি কোস্টগার্ড টিম ঘটনাস্থলে যাবে।
বিজ্ঞাপন
এমএল/