Logo

টঙ্গীতে গভীর রাতে অভিযান, ইউএসএ পিস্তলসহ যুবক গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১১ জানুয়ারি, ২০২৬, ১৯:৩১
টঙ্গীতে গভীর রাতে অভিযান, ইউএসএ পিস্তলসহ যুবক গ্রেফতার
ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) রাতের আঁধারে টঙ্গী পূর্ব থানার একটি টিম পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন। তিনি লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন ধরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার জনৈক মিরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই মামুনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির এক ভাড়াটিয়া কক্ষের সিলিং তল্লাশি চালানো হয়।

সেখানে ভাড়াটিয়া সুজনের ব্যবহৃত কক্ষের সিলিং থেকে ম্যাগাজিনসহ একটি ইউএসএ ব্র্যান্ডের অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি কার্যক্ষম বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মামুনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD