বাংলাদেশে আশ্রয় নিল ৪৯ রোহিঙ্গা অস্ত্রধারী, গুলিবিদ্ধ শিশু বেঁচে

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ত্রিমুখী সংঘাতের জের ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে পালিয়ে আসা এ সদস্যরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বিজিবি শিগগিরই তাদের হেফাজতে নেবে।
এর আগে সকাল ৯টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় সংঘাত চলাকালে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু আহত হয়। প্রাথমিকভাবে শিশুটির মৃত্যু সংবাদ প্রচার হয়। তবে পরে জানা যায়, শিশুটি বেঁচে আছে। তাকে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শিশুটি হলো আফনান (৭), স্থানীয় জসিম উদ্দিনের কন্যা।
বিজ্ঞাপন
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, সংঘাত চলাকালে দুইপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠির সদস্যরা সীমান্ত অতিক্রম করে পিছু হটে, এরপর বাংলাদেশের একটি বসত ঘরে গুলি লাগে। শুরুর দিকে শিশুটি মারা গেছে বলে ভুল সংবাদ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেন শিশুটি জীবিত এবং চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্ত পার হওয়া ৪৯ সদস্যকে বিজিবি ও পুলিশ হেফাজতে নিয়েছে। হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালালও জানিয়েছেন, শিশুর মৃত্যুর খবরের ভ্রান্তি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।








