হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে মৌলভীবাজারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে মৌলভীবাজারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) মৌলভীবাজার বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি কলেজ রোড, শাহ মোস্তাফা রোড, বেরীরপার পয়েন্ট, কুসুমবাগ পয়েন্ট ও চৌমুহনী পয়েন্ট প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিপুলসংখ্যক বিপ্লবী ছাত্র-জনতা অংশ নেয়।
বিজ্ঞাপন
মার্চ ফর ইনসাফ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শাহ মিসবাহ, রুহুল আমিন, তানজিয়া শিশিরসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিচার নিশ্চিত হয়নি। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার আইনের ফাঁক গলে যাচ্ছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিজ্ঞাপন
সমাবেশ থেকে চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।








