Logo

মৌলভীবাজারে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১০ জানুয়ারি, ২০২৬, ১৯:৫২
মৌলভীবাজারে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মৌলভীবাজারের এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মাত্র ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, শুক্রবার (৯ শুক্রবার) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সজল দেব নাথ (২১) নামের এক যুবককে আটক করা হয়।

গ্রেফতার হওয়া সজল কুলাউড়া থানার বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) তাকে কুলাউড়া থানা পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

র‌্যাবের তথ্যমতে, উদ্ধার হওয়া স্কুলছাত্রী মৌলভীবাজারের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। অভিযুক্ত সজল দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এসব প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণের হুমকিও দেওয়া হয়।

ঘটনার দিন ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার একটি হাই স্কুলের সামনে থেকে ভুক্তভোগীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে মেয়েকে খুঁজে না পেয়ে ভুক্তভোগীর মা কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব ও পুলিশ যৌথভাবে অনুসন্ধান শুরু করে এবং অভিযানের মাধ্যমে আসামিকে গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD