পটুয়াখালীতে নাহিদ হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সদর থানা এলাকার কলাতলা এলাকায় চাঞ্চল্যকর নাহিদ (২৪) হত্যা মামলার দ্রুত বিচার দাবি করে রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিহতের পরিবার, স্থানীয়রা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
বিজ্ঞাপন
নিহতের মা মোসাঃ নাসরিন আক্তার ১ জানুয়ারি সদর থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছেন: মো. মাহিন (২৩), ৬ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, মো. নাহিদ (২৩), ৭ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, মো. তুষার আহমেদ হৃদয় ওরফে ছোটন (২২), ৭ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, সাইফুল ইসলাম হীরা (২৩), ৭ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা।
পুলিশ জানায়, নিহত নাহিদের ছোট ভাই ফাহিম ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মাহিনের সঙ্গে দুই মাস আগে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ফাহিমের সঙ্গে বিরোধ দেখা দেয়। যদিও তা মীমাংসা হয়, তারপরও ঘটনার রাতে মাহিন ফাহিমকে কলাতলা মাছ বাজারে ডেকে নিয়ে মারধর করে। নাহিদ বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে আঘাত করা হয়। পরদিন ৩১ ডিসেম্বর বিকেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্মাণাধীন ভবনের সামনে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে নাহিদের মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় নাহিদকে ২ জানুয়ারি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘোষিত করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবি করেন। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। তারা সতর্ক করেন, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আরও কঠোর আন্দোলন হবে।








