Logo

ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন বগুড়ার পথচারীরা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১১ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৯
ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন বগুড়ার পথচারীরা
ছবি: সংগৃহীত

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের পথচারীদের জন্য নিরাপদ সড়ক পারাপারের সুবিধা থাকা সত্ত্বেও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এর প্রধান কারণ, অপরিকল্পিতভাবে নির্মিত ফুটওভার ব্রিজগুলো সঠিক স্থানে না থাকায় ব্যবহার করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

কাগজে-কলমে মহাসড়কের এই অংশে ১৫টি ফুটওভার ব্রিজ নির্মাণের কথা থাকলেও, বাস্তবে সড়ক বিভাজন ফাঁকা থাকার কারণে পথচারীরা সেখান দিয়েই চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ ব্রিজ এমন জায়গায় বানানো হয়েছে যেখানে প্রকৃত প্রয়োজনে নেই। মাটিঢালি, চারমাথা বাস টার্মিনাল এলাকা, ধুনট মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ স্থানে এখনো নেই কোনো ফুটওভার ব্রিজ। এসব এলাকায় প্রতিনিয়ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওনের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানিয়েছেন, সড়কের কাটা অংশগুলো দিয়ে যত্রতত্র মানুষ ও যানবাহন চলাচল করায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত জানানো হচ্ছে। আমরা দুর্ঘটনা রোধে সবসময় সহযোগিতা দিতে প্রস্তুত।

অন্যদিকে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবিতে নির্মিত হলেও ব্যবহৃত না হওয়া ফুটওভার ব্রিজগুলো অপসারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাসেক প্রকল্পের পরিচালক ড. ওয়ালেউর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বন্ধ করার চেষ্টা করা হলেও বাধা আসে। কয়েকবার চেষ্টা করেছি, চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হবে, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে মহাসড়কের প্রয়োজনীয় স্থানে পরিকল্পিতভাবে ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। তারা আশা করছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে পথচারীদের জীবন নিরাপদ হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD