শ্রীপুরে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে কিশোরীর আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের নগর হাওলা এলাকায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে মহনা আক্তার(১১) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) সকালের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত মহনা আক্তার নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিন ড্রাইভারের মেয়ে। সে পরিবারের সঙ্গে উপজেলার নগর হাওলা এলাকায় মনু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, মহনা তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। বাবা মহিউদ্দিন তাৎক্ষণিকভাবে মোবাইল দিতে অপরাগতা প্রকাশ করেন এবং মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মহনা প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী হয়ে আত্মহত্যা করবে বলে জানায়। রাগে এমন বলছে মনে করে পরিবারের লোকজন তেমন পাত্তা দেয়নি। এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় সে। তাকে উদ্ধার করা হলেও দেখা যায় কিশোরীটি মারা গেছে।
আহাজারি করতে করতে নিহতের বাবা মহিউদ্দিন বলেন, সকালে মেয়েটা আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি তাকে চাল ভাঙাতে যেতে বলায় সে বলেছিল মোবাইল না দিলে আত্মহত্যা করবে। কিন্তু সে যে সত্যি সত্যি এমন কাজ করে ফেলবে, তা আমি কল্পনাও করতে পারিনি। মা রে তুই কি করলে..!"
বিজ্ঞাপন
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।








