Logo

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১১ জানুয়ারি, ২০২৬, ২০:০৬
গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
ছবি: প্রতিনিধি

সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু ও গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে গত শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। দেশ ও জনগণের কল্যাণে তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন স্মরণ করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক খায়রুল ইসলাম, ফারদিন ফেরদৌস, আসাদুজ্জামান সাদ, অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম কাঞ্চন, মাহবুব আলম, খোরশেদ আলম, মানিক সরকার মাধব, গোলাম রসুল ডিনার, জিয়া পরিষদ নেতা অধ্যাপক মনিরুজ্জামান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, আবিদ হোসেন বুলবুল, নাশিদ আহমেদ তুষার, জাহাঙ্গীর আলম, মনির সরকার, দিল আফরোজা, রওশান আরা নূপুর এবং মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD