সত্য ও নৈতিকতার শপথে গাজীপুর প্রেসক্লাবে নবীন সাংবাদিক বরণ

সাংবাদিকতা কেবল পেশা নয়—এটি সমাজের দর্পণ ও জাতির বিবেক। এই বিশ্বাসকে সামনে রেখে গাজীপুর প্রেসক্লাবে নবীন সাংবাদিকদের বরণ করে নেওয়া হয়েছে। ফুলেল শুভেচ্ছা, দোয়া ও পেশাগত অঙ্গীকারের মধ্য দিয়ে নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত শনিবার সকাল ১১টায় গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে।
বিজ্ঞাপন
গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সাংবাদিক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ও দৈনিক যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপন। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে সুদৃঢ় ও টেকসই রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানই পারে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অবিচার উন্মোচন করতে। নবীন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পেশাগত সততা, দায়িত্ববোধ ও নৈতিকতা যেন কোনো অবস্থাতেই বিসর্জন না দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম ও ডিআই-১ আবুল খায়ের বাশার বলেন, তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা পুনর্গঠনে মুখ্য ভূমিকা রাখে। তারা নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ, সংযম ও আত্মনিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, ফারদিন ফেরদৌস, নাসির আহমেদ, খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার, আমিনুল ইসলাম, বেলাল হোসেন, আসাদুজ্জামান ও আবিদ হোসেন বুলবুল। বক্তারা বলেন, নবীন সাংবাদিকদের হাত ধরেই আগামীর গণমাধ্যম এগিয়ে যাবে। এজন্য পেশাগত ঐক্য, শুদ্ধতা ও নৈতিকতার কোনো বিকল্প নেই।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের রেজাউল বারী বাবুল, মো. জাহাঙ্গীর আলম, মো. হাফিজুর রহমান, ভাওয়ালের সম্পাদক মনিরুজ্জামান, আরটিভির আজহারুল হক, আলোকিত বাংলাদেশের আবুল হোসেন চৌধুরী, বাংলাদেশের খবরের আব্দুল মালেক, শুভদিনের মো. নূরুল ইসলাম সবুজ, আদর্শ বানীর রেজাউল করিম মোল্লা, স্বাধীন মতের আব্দুল মান্নানসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা।
শেষপর্বে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়—সত্য, নৈতিকতা ও জনস্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয় ও দায়িত্ব।








