কচুছড়ি মুখ এলাকা থেকে বিপুল ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে কঠোর নজরদারির অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও খাদ্যপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) ভোরে কচুছড়ি মুখ বিওপি’র নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪-এস সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।
সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মেইন পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়ি মুখ নামক স্থানে অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পার্শ্ববর্তী গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে স্পার্কেল ভীম, ১২ কেজি আমুল দুধ, কমফোর্ট ফেব্রিক কন্ডিশনার, ৯০ প্যাকেট চা পাতা, উন্নত মানের জো, ভিভেল, লাক্স ও ডাভ ব্র্যান্ডের সাবান। পাশাপাশি সেনসোডাইন ও ডাবর রেড টুথপেস্ট, প্রায় চার হাজার পিস সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, অলিভ অয়েল, ডারবিন ক্রিম, ইঁদুরনাশকসহ বিভিন্ন ধরনের প্রসাধনী ও নিত্যপণ্য রয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার ১৩৫ টাকা। উদ্ধারকৃত পণ্যগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
বিজ্ঞাপন
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








