Logo

দুই উপজেলা চেয়ারম্যানের ভোট যুদ্ধ দেখার অপেক্ষায় টেকনাফবাসী

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০৩:২৯
48Shares
দুই উপজেলা চেয়ারম্যানের ভোট যুদ্ধ দেখার অপেক্ষায় টেকনাফবাসী
ছবি: সংগৃহীত

আগামী ২৯ শে মে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

বিজ্ঞাপন

দেশের সর্ব দক্ষিণ উপজেলা কক্সবাজারের টেকনাফে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়ে মাস পর ঘনিয়ে আসল উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে উপজেলা নির্বাচনকে ঘিরে এই সীমান্ত শহরে চলছে নানান জল্পনা-কল্পনা বারবারের মত সাধারণ মানুষের কাছে ছুটছে প্রার্থীরা।

 

এমন কি বিভিন্ন আচার অনুষ্ঠানের দেখা মিলছে সব প্রার্থীদের। তবে মাট পর্যায়ে সক্রিয় হয়ে গত উপজেলা নির্বাচনে সতন্ত্র প্রার্থী থেকে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ও সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য জাফর আহমদ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ শে মে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আওয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এইসব নির্বাচনী তফসিল চূড়ান্ত করা হয়। এই বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২মে মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৫মে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১২মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩মে ভোট গ্রহণ হবে ২৯শে মে এদিকে নির্বাচনী আবহাওয়া পরিস্থিতি এক প্রার্থী অপর প্রার্থীর বিভিন্ন মিটিং ও মতবিনিময় সভায় ব্যাক্তিগত আক্রমণের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

 

যা নিয়ে টেকনাফের সাধারণ ভোটারদের মাঝে কৌতুহল বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারন ভোটার দৈনিক জনবাণীকে বলেন-ক্ষমতার লোভের মুখে নেতাকর্মীদের হিংসাত্মক-তাণ্ডবলিলা আমরা প্রত্যাশা করি আমরা চাই সুন্দর শান্তি পরিবেশের নির্বাচন আমাদের এই টেকনাফে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD