Logo

চকরিয়ায় শনাক্তহীন গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৪, ০৮:৩৮
33Shares
চকরিয়ায় শনাক্তহীন গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত
ছবি: সংগৃহীত

এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় শনাক্তহীন গাড়ীর চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া জানিয়েছেন, রবিবার (১৯ মে) মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সদরে মাতামুহুরী সেতুর উপর এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতরা হল, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে মো. আব্দুল্লাহ (২০) এবং একই এলাকার মো. জিয়া উদ্দিনের ছেলে মো. মোস্তফা (২১)।

স্থানীয়দের বরাতে মাহবুবুল হক বলেন, মধ্যরাত ১২ টার দিকে চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতুতে চট্টগ্রামমুখি দ্রুতিগতির শনাক্তহীন একটি গাড়ী বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুই আরোহী গুরুতর আহত হয়। পরে সড়কে চলাচলকারি অন্যান্য গাড়ীর যাত্রী ও পথচারিরা আহতদের দেখতে পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক জানান, নিহতদের চাপা দেওয়া গাড়ীটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। গাড়ীটি শনাক্তের চেষ্টা চলছে।

নিহতদের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে বলে জানান মাহবুবুল হক ভূঁইয়া।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD